ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

হযরত শাহজালাল বিমানবন্দরে মিলল ২৫০ কেজি ওজনের বোমা


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১৮:২৩ অপরাহ্ন


হযরত শাহজালাল বিমানবন্দরে মিলল ২৫০ কেজি ওজনের বোমা

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনষ্ট্রাকশন সাইটে পাইলিং করার সময় ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

আজ সকালে কনস্ট্রাকশনে কর্মরত শ্রমিকরা পাইলিং করার সময় হঠাৎ করে পাইলিং বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছায় এবং পরিক্ষা করে ওই বোম্ব টিকে ২৫০ কেজি সনাক্ত করে  জিপি বোম্ব হিসেবে নিশ্চিত করে।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা। যার ওজন ২৩০ কেজি।

তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিলিন্ডারটির ভেতরে রয়েছে সক্রিয় বিস্ফোরক। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 


   আরও সংবাদ