ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রচণ্ড ঠাণ্ডায় ৮ আফগান সেনার মৃত্যু


প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২০ ১৪:৫৮ অপরাহ্ন


প্রচণ্ড ঠাণ্ডায় ৮ আফগান সেনার মৃত্যু

স্টাফ রিপোর্টার: আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তাকিস্তান ও চীন সীমান্তের কাছে প্রচণ্ড শীতে আট সেনাসদস্য মারা গেছেন।

পর্বতঘেরা ওই অঞ্চলটিতে প্রচণ্ড তুষারপাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এ অবস্থায় তাদের সীমান্ত পাহারা দিতে হচ্ছে। খবর আফগানিস্তান টাইমসের।
   
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রুহানি গণমাধ্যমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশকাশেম জেলায় গত শুক্রবার ওই সেনাসদস্যদের মৃত্যু হয়।

সীমান্তে টহলের অংশ হিসেবে শোজাদা জেলা থেকে এশকাশেম জেলায় আসার পথে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।
 
এলাকাবাসীর সহায়তায় উদ্ধারকর্মীরা তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে পাঠিয়েছেন। এর আগে জিবাক জেলায় প্রচণ্ড শীতে কদম আলী নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

 


   আরও সংবাদ