ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: স্বপন ভট্টাচার্য্য


প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২০ ২১:২৪ অপরাহ্ন



ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: স্বপন ভট্টাচার্য্য

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। ভারতের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিক নয়। রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের বন্ধুত্ব। 

এ সম্পর্ক নষ্ট হওয়ার নয়। বিশ্বের অধিকাংশ দেশ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি; তখন কিন্তু ভারতের আপামর জনগণ বিশ্ব মোড়লদের চোখ রাঙানিতে ভীত হয়নি। বাংলাদেশিরা এটা আজীবন স্মরণ রাখবে।

শুক্রবার ( ১৮ ডিসেম্বর ) সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

ভারতীয় দূতাবাসের  সহকারী হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশনন্দ মহারাজ, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী  ইন্ধিরা গান্ধীর ভূমিকা ছিল  অনস্বীকার্য। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশের ন্যায়সংগত অধিকার বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন । তিনি মুক্তিযুদ্ধের সময় আশ্রয়, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছেন।

অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের সহকারী  হাইকমিশনার রাজেশ রায়না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা নন; তিনি এই দুই দেশেরই হিরো। যাকে আমরা সর্বদা সম্মান ও ভালবাসার সাথে স্মরণ করি। তাঁর জন্মশত বার্ষিকীতে এমন একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করতে পেরে সম্মনিত বোধ করছি।

বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে। খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রোববার এ চিত্র প্রদর্শনী শেষ হবে।

 


   আরও সংবাদ