প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ২০:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ১৭৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত (২২ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর অভিযানে ১৭৭ পিস ইয়াবা ও ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন এবং নগদ ১,২০০/- টাকাসহ মাদক ব্যবসায়ী ১। আলমগীর (৪৬), পিতা- মোঃ চান মিয়া। ২। লিজা আক্তার নাসিমা (২৭), স্বামী- রুহুল আমিন। ৩। মোহাম্মদ আরজু (৩৬), পিতা-মৃত ইসলামকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী থানাসহ আশাপাশের থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছিলো।
উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।