ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিবিজরিত এলাকা রক্ষায় ৬শ' কোটি টাকার প্রকল্প


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২০ ১৬:৪২ অপরাহ্ন


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিবিজরিত এলাকা রক্ষায় ৬শ' কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার: 'জাতির বীর সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতিবিজরিত এই এলাকা রক্ষায় ৬০০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। আগামী ৫-৬ মাসের মধ্যেই এখানে কাজ শুরু হয়ে যাবে। এ বছরে বারংবার বন্যার আঘাতে এখানে নদীতীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। '

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ীসংলগ্ন নদীভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

এর আগে সকালে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ' আপনাদের গবেষণার কাজগুলো বিশ্বমানের। যেকোন দেশের তুলনায় ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে নানা দিক থেকে সফল করে তোলা আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আর আর আই কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের মধ্যে যে মেধা আছে তা কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।'

নদী গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক আলিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা। অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ ডিসপ্লের মাধ্যমে মনিটর এ প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।


   আরও সংবাদ