প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২০ ১৫:২০ অপরাহ্ন
 
            
আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলায় ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় শুক্রবার তিনি টিকা নেন বলে জানিয়েছেন দেশটির সরকারি গণমাধ্যম।
সৌদি নাগরিকদের টিকা সরবরাহের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখার জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যুবরাজ টিকার বিষয়ে আগ্রহী বলেও তিনি মন্তব্য করেন।
আল আরাবিয়া সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধ ভালো, এমন নীতিমালা ভিশন ২০৩০–এ রাখা হয়েছে। এই নীতিমালায় স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সৌদি আরবের নাগরিক ও সে দেশে বসবাসরত মানুষের জন্য দ্রুত নিরাপদ ও আন্তর্জাতিকভাবে অনুমোদিত টিকা সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে।