ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

‘৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ’


প্রকাশ: ১ জানুয়ারী, ২০২১ ১৭:৫৬ অপরাহ্ন



‘৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ’

স্টাফ রিপোর্টার: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে সনাতন ধর্মের শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করে  দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের   উন্নত বাংলাদেশের  নৈতিকতা সম্পন্ন যোগ্য  নাগরিক তৈরিতে  মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

প্রতিমন্ত্রী  আজ (১ জানুয়ারি) সকাল ১০টায় অনলাইনে (জুম প্লাটফর্মে) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার  শিক্ষাক্ষেত্রে  বিপ্লব সাধন করেছেন। প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে বছরের প্রথম দিনেই বই বিতরণ করা হচ্ছে। সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়  প্রাক প্রাথমিক শিক্ষা  কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

তিনি বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প, প্যাগোডা ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প সমূহ দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো কাজে লাগিয়ে  লক্ষ লক্ষ শিশুকে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা  প্রদান করছে  এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অবদান রাখছে।

প্রতিমন্ত্রী জানান, আজ বছরের প্রথম দিনে  মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় দেশের ৬৪ জেলার  ৬৪ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে  বই  বিতরণ  কার্যক্রমের শুভ উদবোধন করা হলো।  এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে সারাদেশে  ৪৬৫০টি কেন্দ্রের ১ লক্ষ ৯২হাজার ২৫০ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক রঞ্জিত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত  ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন হিন্দদু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল প্রমূূখ।

ভার্চুয়াল এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম পিএইচডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যানবৃন্দ, ভাইস চেয়ারম্যান, ট্রাস্টিবৃন্দ, প্রকল্পের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

 


   আরও সংবাদ