ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ১৯:১৩ অপরাহ্ন


বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: রাজধানীর দোলাইপাড় চৌরাস্তায় প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করার কাজ যথাসময়ে সম্পন্ন করা, দেশের সকল জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা এবং অনতিবিলম্বে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য’ নির্মাণ বিরোধীতাকারী ও কুষ্টিয়া ও ঠাকুরগাঁও এ বঙ্গবন্ধুর  ভাস্কর্যে আঘাতকারীদের  দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবিতে বিক্ষোভ মিছিল।

আজ শনিবার (২ জানুয়ারি) বিকাল ৩ টায় জুরাইন রেল গেইট সংলগ্ন চত্বরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের সমন্বয়ে গঠিত ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে পরিষদের আহবায়ক ড. আওলাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক,  স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শণ ও জনমানুষের মধ্যে ইতিহাস চেতনা সৃষ্টির প্রয়াসে ঢাকার দোলাইপাড় চত্বরে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপন করার কার্যক্রম শুরু গ্রহণ করার পর থেকে স্বাধীনতা বিরোধী সংগঠন দেশের বিভিন্ন জায়গায় এই ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টি করে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় ও ১ জানুয়ারি ঠাকুরগাঁও এ বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দেশের কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে কেহ আঘাত করে নাই। কিন্তু কতিপয় স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও গোষ্ঠি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিতর্ক সৃষ্টি করে, তাদের অনুসারীরা ধর্মের অপব্যাখ্যাসহ বিভিন্ন প্রকার উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করার অপচেষ্টা করেছে। এর দ্বারা ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে বিভাজন সৃষ্টি করে তৃণমূল পর্যায়ে সামাজিক হিংসা-বিদ্বেষ বিপর্যয় ঘটিয়ে একটি সূদুরপ্রসারী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে ওরা ধৃষ্টতা প্রদর্শন করেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের রক্তে অর্জিত স্বাধীনতায়।

তিনি অবিলম্বে এই সকল স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারী ব্যক্তিবর্গকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে ইস্যু করে আবারো জ্বালাও-পোড়াও কার্যক্রম দ্বারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মাঠে নেমেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ব্যাহত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীরা জঙ্গি কর্মকাণ্ড করে বাংলাদেশকে তারা পিছিয়ে দিতে চায়। ২০২১ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশের রজতজয়ন্তী অনুষ্ঠান বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে  স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান বাবুল, পরিষদের যুগ্ম আহবায়ক ও কদমতলী থানা আওয়ামীলীগ এর সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, পরিষদের উপদেষ্টা ও কদমতলী থানা আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি হাজী নুর মোহাম্মদ হোসেন, পরিষদের উপদেষ্টা হাজী শেখ নজরুল ইসলাম, পরিষদের যুগ্ম সদস্য সচিব ও কদমতলী থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব শ্যামপুর থানা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক শরীফ মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সদস্য সচিব রোখসানা বেগম পারুল ও ‌অন্যান্য নেতৃবৃন্দ।


   আরও সংবাদ