ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বুড়িগঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১২শ' কেজি জাটকা জব্দ


প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২১ ১৫:০০ অপরাহ্ন


বুড়িগঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১২শ' কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ মন জাটকা জব্দ।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এম ভি ইয়াদ-৩ (বরিশালের পাতারহাট থেকে ঢাকা সদর ঘাটগামী) যাত্রিবাহী লঞ্চে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০ টাকা। উক্ত অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 


   আরও সংবাদ