প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২১ ১৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার দুপুরে পৌঁছেছে কোভিশিল্ড টিকা। মহারাষ্ট্রের পুনে থেকে স্পাইসজেটের বিমানে এটি কলকাতায় পৌঁছায়। প্রথম দফায় সাত লাখ ডোজ টিকা এসেছে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হবে।