ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

হাতিরঝিল নিরাপদ রাখতে পুলিশের অভিযানে আটক ১৫৬


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৮ অপরাহ্ন


হাতিরঝিল নিরাপদ রাখতে পুলিশের অভিযানে আটক ১৫৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকায় গতকাল মঙ্গলবার ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএম‌পি'র বি‌শেষ টিম।

আজ বুধবার (০৩ ফেব্রয়ারি) সকালে পু‌লিশ সদর দফতার থেকে এআই‌জি মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স অফিসার সো‌হেল রানা পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান হয়।

এআই‌জি সো‌হেল রানা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসা‌পে‌ক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দে‌শের বি‌ভিন্ন স্থান থে‌কে বেড়াতে আসা বিনোদন প্রেমীদের অবসর উদযাপন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


   আরও সংবাদ