প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:০৬ অপরাহ্ন
 
            
স্টাফ রিপোর্টার : রাজধানী খিলগাঁওয়ে র্যাবের অভিযানে ০২টি শুটারগান ও এ্যামুনেশনসহ অস্ত্রধারী সন্ত্রাসী খুন ও ডাকাতি মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ১০।
বুধবার (০৩ ফেব্রয়ারি) সকালে র্যাব- ১০'এর সদর দফতার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জানান হয়, একটি আভিযানিক দল রাজধানী ঢাকার খিলগাঁও থানাধীন মস্তমাঝি-শেখের জায়গা লিংক রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান ও এ্যামুনেশনসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন (৩৩) ও নিজু হোসেন (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল এ অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল বলে জানা যায়।    
    
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।