প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকার পূর্বাচল নতুন শহরে ২০ একর জমির ওপর চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণের কাজ শেষ হয়েছে। সেন্টারটি নির্মানে ব্যয় হয়েছে এক হাজার ৩০৩ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে চীনের অনুদান ৬২৫ কোটি ৭০ লাখ টাকা।
চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ এক্সিবিশন সেন্টার নির্মাণ করেছে। ৩৩ হাজার বর্গমিটারের ফ্লোর স্পেসের মধ্যে ভবন নির্মাণ করা হয়েছে ২৪ হাজার ৩৭০ বর্গমিটার। এক্সিবিশন হলের আয়তন ১৫ হাজার ৪১৮ বর্গমিটার।
এতে ৮০০টি স্টল আছে। দোতলা পার্কিং বিল্ডিংয়ে পার্কিং স্পেস ৭ হাজার ৯১২ বর্গমিটার।গাড়ি রাখা যাবে ৫০০টি। এক্সিবিশন বিল্ডিংয়ের সামনে খোলা জায়গায় আরও ১ হাজারটি গাড়ি রাখার সুযোগ আছে।
এছাড়া, ৪৭৩ আসন বিশিষ্ট একটি মাল্টি ফাংশনাল হল, ৫০ আসন বিশিষ্ট একটি কনফারেন্স রুম, ছয়টি নেগোশিয়েশন মিটিং রুম, ৫০০ আসনের রেস্টুরেন্ট, শিশুদের খেলার স্পেস, নামাজের স্থান, দুটি অফিস রুম, মেডিক্যাল বুথ, ডরমেটরি বা গেস্ট রুম, ১৩৯টি টয়লেট, বিল্ট ইন পাবলিক এড্রেস সিস্টেম, নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, স্টোর রুম, সিএটিভি কন্ট্রোল রুম, অটোমেটেড সেন্ট্রাল এসি সিস্টেম, ইনবিল্ট ইন্টারনেট বা ওয়াইফাই, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আলাদা রেজিস্ট্রেশন হল, আধুনিক ফোয়ারা, ইন বিল্ট পতাকা স্ট্যান্ড এবং রিমোট কন্ট্রোল বা ইলেক্ট্রনিক প্রবেশপথ আছে।