ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

একুশের চেতনাই বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ রচনা করে : রাষ্ট্রদূত


প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৫৮ পূর্বাহ্ন


একুশের চেতনাই বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ রচনা করে : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী বলেন, ভাষা আন্দোলনের অন্যতম গৌরবময় অবদান বৈশ্বিক পরিসরে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা, যা বাংলাভাষী মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি দিবসটির তাৎপর্যের উপর আলোকপাত করে বলেন, একুশের চেতনাই বাংলাদেশের স্বাধীনতার স্তম্ভ রচনা করে দিয়েছিল। 

তিনি বলেন, একটি জাতির কৃষ্টি-কালচার তার মায়ের ভাষার মাঝে প্রোথিত থাকে এবং কোন জাতির সমৃদ্ধি ও প্রগতি তার ভাষার সঠিক মূল্যায়নের উপর অনেকাংশে নির্ভর করে। একুশের চেতনাকে সমুন্নত রাখার জন্য সর্বস্তরে নির্ভূল বাংলা ভাষার ব্যবহারের উপর তিনি গুরুত্ব প্রদান করেন।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা করা হয়।

পরে অনলাইন মাধ্যমে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কের সরকারী-বেসরকারী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশী, রাজনীতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী শুরুতে ভাষাশহীদদের আত্নত্যাগ ও কারাগার থেকে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

পরিশেষে, তিনি প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও প্রসারের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতির সেতুবন্ধন রচনা করতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান।

ভাষা আন্দোলনসহ বাঙ্গালীর স্বাধীকার আন্দোলনে শহীদ হওয়া সকল বীরের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পাঠ করা হয়।  দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। 

প্রবাসী বাংলাদেশীরা আলোচনা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তাগণ তাদের আলোচনায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য তুলে ধরেন।  


   আরও সংবাদ