প্রকাশ: ৭ মার্চ, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মোঃ আরিফুল ইসলাম সকালে চ্যান্সেরীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন।
আজ রোববার (০৭ মার্চ) শ্রীলংকাস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
দিবসটি পালনের অংশ হিসেবে অতঃপর একটি ওয়েবিনার আয়োজন করা হয়।হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
ওয়েবিনারে শ্রীলঙ্কার বিশিষ্ট গবেষক এবং কলম্বো বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক জয় দেবাইউ ওয়ানগোডা মূল বক্তব্য প্রদান করেন। এছাড়া শ্রীলঙ্কার তরুণ প্রজম্মের প্রতিনিধি সায়ূরী জয়াবর্ধনা এবং প্রবাসী বাংলাদেশী ফরজানা হক আলোচনায় অংশ গ্রহণ করেন।শ্রীলংকার বিশিষ্ট সাংবাদিক রাসুল উদ্দিনও ওয়েবিনারে যোগ দেন।
আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিভিন্ন দিক আলোচনা করে একে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূলমন্ত্র হিসেবে অভিহিত করেন। ভাষণটি আন্তর্জাতিক পাঠ্যক্রমে অন্তর্ভূক্তির বিষয়ে তাঁরা সুপারিশ করেন। বক্তাগণ বঙ্গবন্ধুর কর্মময় ও রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করে তাঁর রাজনৈতিক দূরদর্শিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
হাইকমিশনার তারেক ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন‘ সোনার বাংলা’ গঠন তথা বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য উপস্থিত সকলকে আহবান জানান এবং ৭ই মার্চের ভাষণের নানা দিক নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করেন।
ওয়েবিনারটি হাইকমিশনের ফেসবুক পেইজ এ লাইভষ্ট্রীম করা হয়। এতে শ্রীলংকার বিশিষ্টজন এবং শ্রীলংকা প্রবাসী বাংলাদেশীসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক যোগদেন।