ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করলো র‌্যাব-৩


প্রকাশ: ৭ মার্চ, ২০২১ ০৮:৫৯ পূর্বাহ্ন


ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করলো র‌্যাব-৩

স্টাফ রিপোর্টার : আজ ঐতিহাসিক ৭ই মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে শুরু হয় বিশ্বের দরবারে বাংলাদেশ নামের একটি মানচিত্র অংকনের অগ্রযাত্রা। 

রোববার (০৭ মার্চ) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে ও বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে র‌্যাব-৩।

লাখো শহীদের রক্তের বিনিময়ে, ত্যাগ ও তিতিক্ষায় অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা। বায়ান্ন থেকে ঊনসত্তর এর গণঅভ্যূত্থান, এরপর সত্তরের নির্বাচন, একাত্তরের ৭ই মার্চ এর স্বাধীনতার ডাক, নয় মাসের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষে ১৬ ডিসেম্বরের বিজয়, এর সবগুলোতেই জড়িয়ে আছে জাতির পিতার মহানায়কচিত নেতৃত্ব, ত্যাগ ও তিতিক্ষা। 

পুলিশ সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক ৭ই মার্চ উপলক্ষে র‌্যাব-৩ কর্তৃক কোরআন তেলওয়াত, কেক কাটা, ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণার প্রচার ও ৭ই মার্চের ভাষণ প্রচার, প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার, আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজ উইকে প্রকাশিত আর্টিকেল এশিয়ার একটি আশ্চর্য ডিজিটাল লিডার নিয়ে বিশদ আলোচনা, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের উন্নয়ন ও র‌্যাবের অবকাঠামোগত উন্নয়ন, এলিট ফোর্স র‌্যাবের আভিযানিক সক্ষমতাবৃদ্ধি, অর্জন ও সাফল্য এবং বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়শীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় জাতিসংঘ মহাসচিব কর্তৃক প্রশংসামূলক অভিনন্দন বার্তাটির ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয় যা নিঃসন্দেহে সমগ্র জাতির জন্য গৌরবের বিষয়।

এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং কবিতার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ত্যাগ তিতীক্ষাকে স্মরণ করা হয়।

সবশেষে র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল রকিবুল হাসান কর্তৃক ৭ই মার্চ উপলক্ষ্যে বিশেষ সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে দিবসটির উদযাপন সম্পন্ন হয়।


   আরও সংবাদ