ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ইবি'র খালেদা জিয়া হলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত


প্রকাশ: ১৭ মার্চ, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ন


ইবি'র খালেদা জিয়া হলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া হলের প্রভোস্টের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

হলের হাউজ টিউটর মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এবিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল পিবিএন২৪ কে বলেন, “আজ বঙ্গবন্ধুর জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস। জাতির পিতার জন্মদিবস পালনের বিষয়টি আমি গভীর শ্রদ্ধাবোধ এবং অন্তর থেকে উপলব্ধি করি।

এ দিনটিতে তাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পাই। আমাদের বিশ্বাস এবং ইতিহাস পড়ে বুঝে, শুনে যা জানি তিনি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ নামক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হতে পারতো না। তাই এমন সুন্দর একটি দিনে এরকম উদযাপন করতে পেরে আমি আনন্দিত।


   আরও সংবাদ