ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ইবি'তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে


প্রকাশ: ১৭ মার্চ, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ন


ইবি'তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে

ইবি থেকে শাহীন : নানা কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান। এরপর বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে এসে শেষ হয়।

এসময় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল এ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।

এ সময় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনে কক্ষে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয় এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে খালেদা জিয়া হলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর সভাপতিত্বে বিকেল ৩টায় ‘অবিনাশী বঙ্গবন্ধু’ শিরোনামে ওয়েবিনার অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ