ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৮ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু


প্রকাশ: ১৯ মার্চ, ২০২১ ১২:৩৩ অপরাহ্ন


মণিরামপুরে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মালয়েশিয়ায় প্রবাসী মণিরামপুরের রুহুল আমিন (৪০) নামের এক রেমিটেন্স যোদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

নিহত রুহুল আমিন মণিরামপুর উপজেলার  হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের আছর আলী মোড়লের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান,  দরিদ্র পরিবারের সন্তান রুহুল আমিন সংসারের সচ্ছলতা আনতে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান।  সেখানে নির্মাণ সাইটে কাজ করতেন তিনি। 

গত সোমবার (১৫ মার্চ-২০২১) বিকেলে মালয়েশিয়ার পেনাং শহরে একটি নির্মাণ সাইটে কাজ করা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি  মৃত্যুর কোলে ঢলে পড়েন । রুহুল আমিনের মৃত্যুর খবর তার বাড়িতে পৌছালে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। তার মৃত দেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে তার স্বজনরা জানান।


   আরও সংবাদ