প্রকাশ: ২৫ মার্চ, ২০২১ ০৯:৫২ পূর্বাহ্ন
 
            
ইবি থেকে শাহীন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইজিপি প্রক্রিয়ায় আয়োজিত টেন্ডারের তথ্য ফাঁসের বিষয়ে পত্রিকায় খবর প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘শাপলা ফোরাম’ বিবৃতি প্রদান করেছে।
শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, ইজিপি টেন্ডার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ‘মেগা প্রকল্প’ এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করে প্রসংশিত হয়েছে। গত ১৮ মার্চ, ২০২১ হতে বিভিন্ন জাতীয় পত্রিকায় ইজিপির তথ্য ফাঁস শিরোনামে প্রকাশিত সংবাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন “শাপলা ফোরাম এর দৃষ্টি আকৃষ্ট করেছে। আমরা মনে করি এহেন সংবাদ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ইলেকট্রনিক ক্রয় পদ্ধতিটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
বিবৃতিতে তারা, এ বিষয়ে সকল সন্দেহের অবসান ঘটানাের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ এ বিষয়ে বিবৃতি প্রদান করেছে। সভাপতি অধ্যাপক ড.রুহুল কুদ্দুস সালেহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আবু হেনা মোস্তফা জামাল হ্যাপি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বঙ্গবন্ধু পরিষদের বিবৃতিতে বলা হয়, অনলাইন টেন্ডারের তথ্য ফাঁস শিরােনামে কিছু জাতীয় দৈনিকের খবর ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) এর দৃষ্টিগােচর হয়েছে।
এবং উক্ত খবরে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর নাম উল্লেখ থাকায় এবং উক্ত ঘটনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেন্ডার কেন্দ্রিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে আমরা মনে করি। অনলাইন টেন্ডার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইসলামী বিশ্ববিদ্যালয় মেগা প্রকল্প এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করে প্রসংশিত হয়েছে।
এতে আরও বলা হয়, ‘আমরা মনে করি এধরনের সংবাদ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ইলেকট্রনিক ক্রয় পদ্ধতিটির বিশ্বাসযােগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে। এবিষয়ে সকল সন্দেহের অবসান ঘটানাের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ আশা করছি।