ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ডিএনসিসি'তে ১৪ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২১ ০৯:৫৮ পূর্বাহ্ন


ডিএনসিসি'তে ১৪ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির বিভিন্ন এলাকায় কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্য বিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড পালন নিশ্চিত করণার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি মামলায় সর্বমোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসি অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব‍্যবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে ৭ টি মামলায় ৭ হাজর টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর ৭ টি মামলায় আরও ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এভাবে ১৪ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৩ হাজার ৯ শত টাকা। এসময় সকলকে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।


   আরও সংবাদ