ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

১৮ এপ্রিল থেকে সৌদিতে সিডিউল ফ্লাইট চলবে


প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন


১৮ এপ্রিল থেকে সৌদিতে সিডিউল ফ্লাইট চলবে

 

আগামীকাল রোববার (১৮ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চলবে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড বুকিং) জাহিদুল ইসলাম।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে তিনি এ তথ্য জানান।

জাহিদুল ইসলাম জানান, এয়ারপোর্ট না গিয়ে প্রথমে ১৪ থেকে ২১ তারিখের টিকিটগুলো রিইস্যু করতে হবে। এরপর করোনা টেস্ট করে গমন করতে হবে।

তিনি জানান, আমরা যতটুকু পারি ব্যবস্থা করবো। না হলে আপনাদের ডেকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। এখন সবগুলো করা সম্ভব নয়। শুধু আগামীকালের যে ফ্লাইটগুলো আছে, আমরা সেগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এক্ষেত্রে পর্যায়ক্রমে এপ্রিলের ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখের যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, আগামীকাল (১৮ এপ্রিল) থেকে সিডিউল ফ্লাইট চলবে এবং ১৪ থেকে ২১ তারিখে যাদের টিকিট করা ছিল বা আছে, তাদের নতুন করে টিকিট রিইস্যু করা লাগবে।

এর আগে দেশে ছুটিতে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের টিকিটের জন্য সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করে।


   আরও সংবাদ