প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসানকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার রাসেলকে রাজধানীর বনানী থেকে রাসেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
আজ মঙ্গলবার দুপুরে বনানী এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার বীণা রাণী দাস।
বীণা রাণী দাস জানান, বগুড়া জেলার সদর থানার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় বিরোধ চরে আসছিল। এর জের ধরে গত দুই জানুয়ারি বগুড়া সদর থানার ডাবতলা এলাকায় শুটার রাসেলের নেতৃত্বে অস্ত্রধারীরা তার ওপর হামলা চালায়।
এতে নাজমুল হাসান অরেঞ্জের সহযোগী আপেলহস বেশ কয়েকজন আহত হন। অরেঞ্জের বাম চোখের পাশে দুইটি গুলি বিদ্ধ হয়। এ ছাড়া মিনহাজ শেখ আপেলের পেটের বাম পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ এর অবস্থা সংকটাপন্ন ছিল।
গত ১০ জানুয়ারি মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অরেঞ্জ। এই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে বগুড়ার নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার কর হয়।
বগুড়া সদর থানায় দায়ের করা অরেঞ্জের স্ত্রী’র মামলাটি তদন্ত করছেন পুলিশ উপপরিদর্শক (এসআই) এসএম জাকির। তিনি জানান, আমার রাসেলের অবস্থান জানতে পেরে র্যাব-৩ এর সহায়তায় গ্রেপ্তার করে বগুড়া আনা হয়েছে।
গুলির ঘটনায় রাসেল কার নির্দেশে গুলি করেছে জানতে চাইলে জাকির বলেন, আমরা তদন্ত করেছি। মামলার প্রধান আসামি রাসেল গ্রেপ্তার হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানতে পারব। এছাড়া বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে।