ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে র‍্যাবের শীত বস্ত্র বিতরণ


প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:২৯ পূর্বাহ্ন


রাজধানীতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে র‍্যাবের শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা ও প্রয়োজনীয় ক্ষেত্রে মানবিক সহায়তা কার্যক্রমকে চলমান রাখতে র‍্যাব ফোর্সেসের প্রতিটি সদস্য মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ এবং অবৈধ অস্ত্র, জঙ্গি ও মাদক বিরোধী ম্যানডেট বাস্তবায়নে র‍্যাব ফোর্সেস দক্ষ, বলিষ্ঠ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

আজ বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পাড়াডগার মান্নান স্কুল অ্যান্ড কলেজে ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি (ডি. ডি. এস) এর প্রায় ছয় শত অসহায় প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সংস্থাটি। 

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব ফোসের্সের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‍্যাব সদর দপ্তরের পরিচালকরা ও র‍্যাব-১০ এর অধিনায়কসহ র‍্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের অনেকেই অসহায় জীবন-যাপন করে থাকে। তাদের কেউ কেউ দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না। কেউ কেউ বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তির পথ। এমনকি শীত নিবারণের জন্য সামন্য শীত বস্ত্র পর্যন্ত অনেকেরই নেই। এসব দিক বিবেচনা করে মহাপরিচালক র‍্যাব ফোর্সেস এর উদ্যোগে হত দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে র‍্যাব। এ ছাড়া র‍্যাব মানবিক বিপর্যয় রোধে অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র‍্যাব অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন। 

র‍্যাব ডিজি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের প্রতিটি সদস্যের দেশপ্রেম, আন্তরিকতা, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব মনোভাবের ফলে র‍্যাব দেশের জনগণের আস্থার আসনে আসীন হয়েছে। র‍্যাবের সুন্দরবনে আত্মসমর্পণকৃত তিন শত জনের অধিক জলদস্যু পরিবারকে পুনর্বাসন এবং চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া এলাকায় আত্মসমর্পণকারী জলদস্যুদের মানবিক সহায়তা দিয়ে সমাজে যথাযথভাবে পুনর্বাসন প্রক্রিয়ায় র‍্যাব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ ছাড়া, করোনা মহামারিতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, ডিজইনফেকশন পয়েন্ট স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম র‍্যাব সফলতার সঙ্গে পরিচালনা করেছে। 

র‍্যাব সব সময় দেশের সর্বস্তরের জনগণের কল্যাণে কাজ করে আসছে। তারই অংশ হিসেবে র‍্যাব ফোর্সেস কর্তৃক ডেমরা এলাকার ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটির অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণকে স্বাগত জানাচ্ছি। 

তিনি বলেন, প্রতিবন্ধীদের বোঝা হিসেবে মনে না করে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী সকলকে দেশ ও জাতির সম্পদে পরিণত করা সম্ভব বলে আমি মনে করি। প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন। গৃহীত কার্যক্রম সমূহের সফল বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যদি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে এগিয়ে আসে তাহলে তারা সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। 


   আরও সংবাদ