প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন
 
            
নিজস্ব প্রতিবেদক : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমান সরকার আনসারকে সব দিক দিয়ে আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেঞ্জ, জেলা, উপজেলা পর্যায়ে বাহিনীর জন্য আধুনিক ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সমাবেশে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্যারেড কমান্ডার রাজীব হোসাইনের নেতৃত্বে প্যারেড মার্চ পাস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানানো হয়।

এ সময় সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে বাহিনীর সদস্যদের মাঝে এই পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সদস্যরা আট ক্যাটাগরিতে পদক পান। এর মধ্যে এপিসি সাইফুল ইসলামকে দেওয়া হয় মরণোত্তর পদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখছে আনসার সদস্যরা। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে আনসার বাহিনী ভূমিকা রেখে যাচ্ছে। পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, কক্সবাজারের মাতারবাড়ী প্রকল্প, চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণসহ সরকারের মহাপ্রকল্পগুলো বাস্তবায়নে ভূমিকা রেখে যাচ্ছেন আনসার সদস্যরা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে আনসার বাহিনীর চাকরি স্থায়ী করার পদক্ষেপ নেয়া হয়। এখন ছয় বছর চাকরি করার পর স্থায়ী করার ব্যবস্থা করা হচ্ছে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে যথাযথভাবে ঋণ দেয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ঋণ বিতরণ করা হয়। সরকার করোনাকালে আনসার-ভিডিপি ব্যাংকে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ দেয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব ভবন নেই। সেই ভবন যাতে নির্মাণ হয় সে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এ বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাক প্রবর্তন, পারিবারিক রেশন প্রদান, সাধারণ আনসারের রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধি, সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক প্রবর্তন, কর্মকর্তাদের জন্য বিভিন্ন গ্রেডে নতুন পদ সৃজন, টিআইদের পদোন্নতি এবং কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ান সদস্যদের বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও একটি বিশেষায়িত গার্ড ব্যাটালিয়নসহ নতুন আনসার ব্যাটালিয়ন গঠন, ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্থায়ীকরার মেয়াদ হ্রাস এবং আনসার ব্যাটালিয়নের তিনটি পদবির বেতন গ্রেডের ধাপ উন্নীত করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাহিনীর অবকাঠামোসহ সর্বক্ষেত্রে আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে রেঞ্জ, জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
শেখ হাসিনা বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো প্রয়োজনে এ বাহিনীর সদস্যরা আত্মনিবেদিত ও সদা তৎপর । বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের শুরুতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক ও লিফলেট বিতরণ, শ্রমিক সংকটকালে কৃষকের ফসল ঘরে তোলা, ত্রাণ বিতরণ এবং হাসপাতালে আগত রোগীদের সহায়তাকরণসহ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করে নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা ও কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে দায়িত্ব পালনে এ বাহিনীর সদস্যদের সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সবশেষে‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪২তম জাতীয় সমাবেশ-২০২২’র সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও আনসার-ভিডিপি একাডেমি কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম।

আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টায় বিএইচএম মজিবর রহমানের আসার মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ। আনসার বাহিনীর শহীদ মিনারের পাদদেশ থেকে একে একে মাঠে প্রবেশ করে ইউনিট পতাকাবাহী কন্টিনজেন্ট; ব্যাটালিয়ন আনসার পুরুষ কন্টিনজেন্ট; ব্যাটালিয়ন আনসার মহিলা কন্টিনজেন্ট; সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি পুরুষ কন্টিনজেন্ট; সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি মহিলা কন্টিনজেন্ট; আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) কন্টিনজেন্ট ও বাহিনীর সুসজ্জিত বাদক দল। সবশেষে প্যারেড গ্রাউন্ডের ডান দিক থেকে মাঠে প্রবেশ করে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট।
কুচকাওয়াজে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। ভাষণে তিনি বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাহিনীর কর্মকাণ্ড ও করোনা প্রতিরোধে বাহিনীর সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করেন।
আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলে ধরেন জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন। বাহিনীর সার্বিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার বাহিনীর অবদান তুলে ধরেন।