ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিনা বেগম জানান, দুপুরের পরে পাশের বাড়ির ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে যায় রিয়াজ। এরপর পাশের একটি টিনশেড বাড়ির চালে উঠে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে চালের উপর পা ফসকে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত শিশু গাড়িচালক বাবুল মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।


   আরও সংবাদ