প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৫ ১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে প্রথমবারের মতো চালু হলো ‘রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার’। রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-১ এ স্থাপন করা হয়েছে এই কেন্দ্র।
আজ রবিবার দুপুরে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূর হাজার বেগম।
কেন্দ্রটিতে থাকবে মোট ৫৭টি উন্নত মানের রোবট, যার মধ্যে ২২টিই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ( এআই)। মূলত পক্ষাঘাতগ্রস্ত, দীর্ঘমেয়াদি সমস্যায় ভোগা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের চিকিৎসা ও থেরাপির জন্য ব্যবহার হবে এসব রোবট।
স্বাস্থ্য উপদেষ্টা উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘গণঅভ্যুত্থানসহ নানা দুর্ঘটনায় আহত অনেক রোগীকে এতদিন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতো। এখন সেই সেবাই দেশেই পাওয়া যাবে। এ ক্ষেত্রে চীনের অবদান অনস্বীকার্য।’
চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান জানান, যন্ত্রপাতি চীন সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, ‘এই সেন্টার আধুনিক চিকিৎসা প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করবে। রোবটিক সাপোর্টের মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসনের কার্যক্রম আরও দক্ষ ও মানসম্পন্ন হবে।’
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ সরকারের অনুরোধে চীন এই প্রকল্পে সহায়তা করেছে। এই কেন্দ্র আন্তর্জাতিক মানের সেবা দিতে পারবে। ভবিষ্যতে আরও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।’
চীনা দূতাবাস জানিয়েছে, সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছিল। পাশাপাশি, চীনে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সহযোগিতার জন্য ঢাকায় গড়ে তোলা হয়েছে “গ্রীণ চ্যানেল”। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ চার থেকে পাঁচ হাজার রোগী চীনে থেকে সেবা পাবেন।