ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের বৈঠক


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ন


এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের সঙ্গে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি দলের বৈঠক।

আজ সোমবার সংস্থাটির সদরদপ্তরে বৈঠক হয় বলে এটিইউয়ের মুখপাত্র মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পরিমন্ডলে সংঘঠিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এটিইউয়ের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেইস ফেরেল, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, কলম্বো, শ্রীলঙ্কা। আরও উপস্থিত ছিলেন সুসান ফিনবি, এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, রবার্ট জে ক্যামেরন, এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, ঢাকা এবং মার্কিন দূতাবাস, ঢাকার পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া এটিইউ’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ