ঢাকা, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩২, ১০ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের


প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন


জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম বদলে নতুন করে আত্মপ্রকাশ হওয়া জাতীয় ছাত্রশক্তির সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ সিয়াম (উত্তরাঞ্চল) এবং মহির আলম (দক্ষিণাঞ্চল)।

শুক্রবার রাতে সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সাক্ষরিত এক বার্তায় কমিটির চারজনের নাম প্রকাশ করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হবে বলে জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর সংগঠনটির নাম পাল্টে হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়কদের অনেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন। অভ্যুত্থানের পর তাঁরাই এই সংগঠনের কার্যক্রম স্থগিত করে দেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে সমন্বয়কদের (ছাত্রশক্তির সাবেক) একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের যাত্রা শুরু হয়।


   আরও সংবাদ