ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ক্যাসিনো কাউন্সিলর রাজীব আটক


প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ক্যাসিনো কাউন্সিলর রাজীব আটক

স্টাফ রিপোর্টার : চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান ওরফে রাজীবকে আটক করেছে র‌্যাব-১।

শনিবার (১৯ অক্টোবর) রাত সোয়া ১১ টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বরস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান। 

মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে সে ওই বাসায় আত্মগোপনে ছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলল জানান, রাজীবের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজিসহ সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগে রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখন তাকে নিয়ে বাসায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


   আরও সংবাদ