ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

সাভার থেকে মাদকসহ গ্রেফতার ২


প্রকাশ: ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


সাভার থেকে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকা থেকে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-৪'এর উপ-পরিচালক মেজর শিবলী মোস্তাফা বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-আমজাদ হোসেন (৪৪) ও নাইম ইসলাম (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি মিনি ট্রাক ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

মেজর শিবলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সাভার মডেল থানাধীন তরফ রাজা ঘাট এলাকায় অবস্থান করছে। এসময় তরফ রাজা ঘাট সাকিনস্থ ঢাকা-আরিচা মহাসড়ক এর পাশের্ব জনৈক আবুল বাশারের পরিবহন ওয়াসিং পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে থাকে বলে জানিয়েছেন উপ-পরিচালক মেজর শিবলী মোস্তাফা।


   আরও সংবাদ