ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

গাবতলী টার্মিনালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


গাবতলী টার্মিনালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাবতলী বাস টার্মিনালের ইনগেট থেকে ৫০ গজ তরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আশ-পাশের লোকজন মৃত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও তারা বলেছে, তিনি এখানেই থাকতেন। কিন্তু ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


   আরও সংবাদ