ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে ২ মরদেহ উদ্ধার


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ২ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাতে পল্লবী ও দারুসসালাম এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- বিলকিস আক্তার (২৬) ও রাজু (৩০)। বিলকিস একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। রাজু কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলাম বলেন, শুক্রবার রাতে পল্লবীর ১২ নম্বর ব্লক এলাকার একটি টিনশেড বাড়ি থেকে বিলকিসের লাশ উদ্ধার করা হয়।

ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি পাওয়া যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিলকিস স্থানীয় একটি গার্মেন্টে কাজ করতেন। তার বাড়ি লক্ষীপুরের রায়পুর উপজেলায়।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে দারুস সালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের একটি কক্ষের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ।
দারুস সালাম থানার এসআই মো. সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মরদেহটি পচা ছিল, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা রাজু ঢাকার বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


   আরও সংবাদ