ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

অপ্রয়োজনীয় সিজার রোধে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের


প্রকাশ: ৩০ জুন, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


অপ্রয়োজনীয় সিজার রোধে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

সন্তান প্রসবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার (সিজারিয়ান) বন্ধে একটি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্ট আদেশে বলেছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে একটি কমিটি করে, ওই কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরি করতে হবে।

আগামী ৫ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।


   আরও সংবাদ