ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরে জাল কোর্ট ফি ও রেভিনিউ ষ্ট্যাম্পসহ স্কুল শিক্ষক আটক


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে জাল কোর্ট ফি ও রেভিনিউ ষ্ট্যাম্পসহ স্কুল শিক্ষক আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন মূল্যের জাল রেভিনিউ ষ্ট্যাম্প ও কোর্ট ফি-সহ আব্দুল আলীম (৪৫) নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করেছে। 

আটক আব্দুল আলীম পৌর এলাকার মোহনপুর গ্রামস্থ মহিলা কলেজ সংলগ্ন দক্ষিণ পাড়ার আব্দুল আজিজের পুত্র।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডিং অফিসার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ১০ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প ৫ হাজার ২৮৬ টি, ৫ টাকার ৩৭টি, ১০ টাকার কোর্ট ফি ৪৯০টি এবং ৫ টাকার কোর্ট ফি এক হাজার ৮০টি উদ্ধার করা হয়। 

যার প্রতিটি রেভিনিউ ষ্ট্যাম্প ও কোর্ট ফি-এর গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা রয়েছে। 

তিনি বলেন, আটককৃত আসামি আব্দুল আলীম  প্রাথমিকভাবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন উক্ত জালিয়াতি কর্মকান্ডের সাথে জড়িত। 

আটক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫অ (ই) ধারায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে র‍্যাব সূত্রে জানা গেছে।


   আরও সংবাদ