ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ আটক ১


প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ আটক ১

নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ পিস সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন মঙ্গলবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি শুরু করেন।

বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সোমবার রাত ১১টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী হিমেল খানকে চ্যালেঞ্চ করে তল্লাশি করা হয়।

পরে তার পিঠের ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা ছাড়াও জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার।


   আরও সংবাদ