ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাজধানীতে ১২৯৬ ক্যান বিয়ারসহ আটক ২


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে ১২৯৬ ক্যান বিয়ারসহ আটক ২

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা এলাকা থেকে ১ হাজার ২৯৬ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৩'র স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবিএম ফায়জুল ইসলাম বিএননিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন -বিল্লাল হোসাইন (৩৭) ও রিপন সরকার (২২)। এ সময় তাদের কাছ থেকে ১২৯৬ ক্যান বিয়ার, দুটি মোবাইল ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আজ সকালে রামপুরা, হাতিরঝিল, ৪৬৪/এইচ ডিআইটি রোড ইসলাম টাওয়ার এর সামনে চেকপোষ্ট বসানো হয়। এসময় দ্রুতগামী একটি পিকআপ থামানোর সংকেত দিলে তারা গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

ফায়জুল ইসলাম বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে বিয়ার ক্রয় করে পরিবহন যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।


   আরও সংবাদ