ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বরিশালে জামাই-শাশুড়ীসহ ৩ জনের লাশ উদ্ধার


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


বরিশালে জামাই-শাশুড়ীসহ ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে জামাই-শাশুড়ী ও বোনের ছেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, শনিবার (৭ ডিসেম্বর) সকালে বসতঘর ও পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, সলিয়াবাকপুর গ্রামের ৭০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগমের বাড়িতে তার বোনের ছেলে ইউসুফ মাঝে মধ্যে বসবাস করতো। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে সে ওই বাড়িতে আসে। একইভাবে মরিয়মের জামাতা আলম হাওলাদার দু’দিন আগে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসেন।

স্থানীয়রা জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের ঘরের বেলকনি থেকে তাঁর বৃদ্ধা মা মরিয়াম বেগমের (৭৫) লাশ, ঘরের একটি কক্ষ থেকে আব্দুর রবের ভগ্নিপতি শফিকুল আলমের (৬৫) লাশ উদ্ধার করা হয়। এছাড়াও রবের খালাতো ভাই মো. ইউসুফের (২২) ‌লাশ হাত পা বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চত করে জানাতে পারেনি আইন শৃঙ্খলাবহিনী।

খবর পেয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


   আরও সংবাদ