ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীর নর্দ্দায় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীর নর্দ্দায় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নর্দ্দা, পূর্ব বারিধারা শহীদ হারেজ সড়ক এলাকায় আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রোববার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন লাগে। খবর পেয়ে অল্পসময়ের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়র সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ইলেক্ট্রিক শট থেকে ৮ তলা ভবনের চার তলার একটি ফ্লাটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের চার তলায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।  


   আরও সংবাদ