ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

আশুলিয়াতে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত


প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


আশুলিয়াতে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম রিমা খাতুন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিন শ্রমিক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ন্যাচারাল ভিলেজ সোয়েটার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান জানান, সকালে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার সেট করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নারী শ্রমিক রিমার মৃত্যু হয়। এ সময় দগ্ধ হন তিনজন।

দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের ওই কর্মকর্তা।


   আরও সংবাদ