ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফজলে হাসান আবেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


ফজলে হাসান আবেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিউজ ডেস্ক: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে এক শোক বার্তায় মির্জা ফখরুল মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ কথা জানানো হয়েছে।

এদিকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত ৮ টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা এ প্রতিষ্ঠাতা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

আগামী রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে বারোটায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


   আরও সংবাদ