ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চার ঘন্টা পর বিমান চলাচল শুরু


প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


চার ঘন্টা পর বিমান চলাচল শুরু

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান জানান, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি।

তিনি জানান, এ কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশা কেটে গেল সকাল ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।


   আরও সংবাদ