ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান নিকেতন এলাকায় নির্মাণাধীন ১০ তালা ভবন থেকে পড়ে আল-আমিন (১৮)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলা সোয়১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের সহকর্মী হযরত আলী জানান, ১০বাহির অংশে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায়। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সততা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর অনুপ নগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমান নিকেতনে নির্মাণাধীন ভবনে থাকতেন।


   আরও সংবাদ