ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

খালেদার জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


খালেদার জিয়ার সঙ্গে দেখা করতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় এসেছেন।

বুধবার দিনগত রাত ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, লন্ডন থেকে শর্মিলা রহমান সিথি ঢাকায়  এসেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি  বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এজন্য তিনি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শর্মিলা রহমান সিথির দেশে ফেরার কথা রয়েছে। তবে তিনি এসেছেন কি না তা সঠিক জানি না।


   আরও সংবাদ