ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ আহত ১৪


প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন


পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ আহত ১৪

নিউজ ডেস্ক: পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ ১৪ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এর আগে পুলিশ ও জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জোনায়েদ সাকিসহ হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর মৎস্য ভবন এলাকায় ঘটনার পর থেকে হাইকোর্ট-মৎস্যভবন এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।


   আরও সংবাদ