ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

জনগণকে সঙ্গে নিয়ে দেশ মাদকমুক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জনগণকে সঙ্গে নিয়ে দেশ মাদকমুক্ত করা হবে :  স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : মাদকবিরোধী প্রচার অভিযান চলবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ থেকে মাদক নির্মুল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শে‌ষে তিনি এসব কথা বলেন

জাতীয় সঙ্গীত গে‌য়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে তিনি অনুষ্ঠা‌নের উদ্বোধন করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ।


   আরও সংবাদ