প্রকাশ: ২ জুলাই, ২০১৯ ০০:০০ পূর্বাহ্ন
 
            
যাত্রীবেশী দুর্বৃত্তের হাতুড়ি অথবা এ জাতীয় ধাতব বস্তুর আঘাতে গুরুতর আহত শাহীন মোড়লকে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। তার শারীরিক অবস্থা সোমবার (১ জুলাই) থেকে কিছুটা উন্নতির দিকে। তবে এখনো সে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে শাহীনের জন্য গঠিত সাত সদস্য মেডিক্যাল বোর্ডের প্রধান ঢামেক নিউরো সার্জারির বিভাগীয় প্রধান ডা. অসিত চন্দ্র সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা নিয়মিত শাহীনের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। আশা করি, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ঢামেকে আসার পর থেকেই তাকে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। এখনো সেভাবে খাবার খাওয়ানো হচ্ছে। তবে তার শরীরের টেম্পারেচার কিছুটা বাড়তি। মঙ্গলবার তার রক্তের পরীক্ষা করছি। সার্বক্ষণিক চিকিৎসকদের মনিটরে আছে শাহিন।
শুক্রবার (২৮ জুন) দুপুরে কেশবপুরের মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যানে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। পরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় রাস্তার দু’পাশের পাটক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। অনেকক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকে সে। চেতনা ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেন।
পরে পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শনিবার (২৯ জুন) উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে রোববার (৩০ জুন) তার চিকিৎসায় গঠিত হয়েছে সাত সদস্যের মেডিকেল বোর্ড। ঢামেকে শনিবার রাতে শাহীনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রাত সোয়া ৩টায় তাকে আইসিইউতে রাখা হয়।