প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বড় বোন সেলিমা ইসলাম।
রোববার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বিকেল তিনটায় তার স্বজনরা হাসপাতালে প্রবেশ করে।
সেলিমা ইসলাম বলেন, সরকার খালেদা জিয়াকে জামিন না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যে চিকিৎসা দরকার এখানে সে চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা না হলে কেমন করে বাঁচবেন সে?
তিনি আরো বলেন, তার স্বাস্থ্যে আগের চাইতে আরো অনেক বেশি অবনতি হয়েছে। সেদিন যখন দেখলাম তখন তার ডায়াবেটিকসের লেভেল ছিল ১৫ তে। আজকে দেখলাম ১৮ তে। হাত সোজা করতে পারছে না। তার হাত বাঁকা হয়ে গেছে। হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। সম্প্রতি তার দুই হাটু অপারেশন করা হয়েছে। ব্যথায় হাঁটু ফুলে গেছে। সে পা ফেলতে পারছে না।
সাক্ষাতে স্বজনদের মধ্যে ছিলেন,খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথি, মেয়ে জাহিয়া রহমান। এছাড়া অন্যরা হলেন, খালেদা জিয়ার সম্পর্কে নাতি সামিন ইসলাম,রাখিন ইসলাম,নাতনী আরিফা ইসলকম প্রমুখ।
জামিনের ব্যাপারে বেগম জিয়ার সাথে স্বজনদের কোন কোন কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সেদিন তো জামিন দিলো না তো এই বিষয়ে কি বলবো। বোন বেগম জিয়ার কথা বলতে কষ্ট হচ্ছে তিনি কিছু খাচ্ছে না। খেলেও তা বমি করে ফেলে দিচ্ছে। ডাক্তার আজকে বোধহয় এসেছিলো তারা ওষুধ দিয়েছেন। কিন্তু সে ওষুধে কাজ হচ্ছে না। তার উন্নত চিকিৎসার দরকার।
খালেদা জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি পেতে বারবার বিলম্ব হচ্ছে অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, আমরা তো অনুমতি পাই না। আজকে একমাস হলো অনেক বলার পরে অনুমতি দিয়েছে। এক মাস, দেড় মাস হয়ে যায় কোন অনুমতি দেয় না।
উন্নত চিকিৎসার বিষয়ে বেগম জিয়া কোন কিছু বলেছেন কিনা জানতে চাইলে, সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ তিনি তো উন্নত চিকিৎসা চাইবেনই। তার সুস্থ হওয়ার জন্য উন্নত চিকিৎসা খুবই জরুরী।
বেগম জিয়া জনগণের উদ্দেশ্যে কোনো মেসেজ দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ম্যাডাম আপনাদের ও দেশের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।