ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়ে বিএনপির চিঠি


প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়ে বিএনপির চিঠি

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।
 
রোববার দলের পক্ষ থেকে এই চিঠি দেয়া হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

শায়রুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আগামীকাল সোমবার বিকাল ৩ টায় বিএনপি'র মহা-সচিবের নেতৃত্বে ১১জন জাতীয় স্হায়ী কমিটির সদস্যগণের সাক্ষাৎ- এর সময় চেয়ে চেয়ারপার্সনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তারের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেই এই সময় চাওয়া হয়েছে বলে জানান তিনি।


   আরও সংবাদ