ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজধানীকে বাস যোগ্য করতে তাপসের পাঁচ পরিকল্পনা


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাজধানীকে বাস যোগ্য করতে তাপসের পাঁচ পরিকল্পনা

স্টাফ রিপোর্টার : ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটিতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে  উন্নত বাংলাদেশ রূপান্তরিত হবে। 

মঙ্গলবার রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ কথা বলেন।

সে জন্য ঢাকাকে উন্নত রাজধানী গড়ে তুলতে দক্ষিণের মেয়র প্রার্থী হয়েছি। কারণ অনেক সময় পেরিয়ে গেছে। ঢাকা এখম দুষণের নগরী হয়ে গেছে। ঢাকা আমাদের প্রাণ দেয়। আমাদের সন্তানরা বড় হচ্ছে। রুটি রুজ আয় করি। সেই ঢাকাকে মরতে দিতে পারি না।

এই রাজধানীকে বাস যোগ্য করে গড় তুলতে ৫ পরিকল্পনার কথা উল্লেখ জানান তাপস, ঢাকার ঐতিহ্য ধরে রাখতে বুড়ী গঙ্গা ও শীতলক্ষ্যাকে সংরক্ষণ করে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেবো। ঢাকাকে বায়ু দুষণমুক্ত, সবুজায়ন, পর্যাপ্ত খেলার মাঠ, পার্কের ব্যবস্থা ও ফুটপাতের ব্যবস্থা করা হবে। 

প্রাধানমন্ত্রী ঢাকায় মেট্রোরেল করে দিয়েছেন। আর আমি দবে গণপরিবহনের ঢাকা। গাড়ি থাকবে, ট্যাক্সি থাকবে, রিক্সা থাকবে, ঘোরার গাড়ি থাকবে, নগরবাসী সিদ্ধান্ত নেবেন তারা গন্তব্যে কিভাবে যাবেন। 

ঢাকা হবে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত, মশা নিধনে প্রথম দিন থেকেই  কাজ করবো, মাদক চিরতরে মুক্ত করবো। নারীরা যেন নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে তার ব্যবস্থা করবো। 

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দীন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।


   আরও সংবাদ